২৩ শে মে মঙ্গলবার আইপিএলের কোয়ালিফায়ার ওয়ান এ জেতার লড়াইয়ে গুজরাটকে হারিয়ে আইপিএল এর ফাইনালে জায়গা করে নিল চেন্নাই সুপার কিংস। ধোনি নিজের ঘরের মাঠ চিপকে কোয়ালিফায়ার ওয়ান এ জিতে আরো একধাপ এগিয়ে গেল ২০২৩এর আইপিএলের ট্রফির দিকে।
গত দুই বছর চেন্নাইয়ের ফাইনালে ওঠায় ভাটা পরে ঠিকই কিন্তু এবছর তারা আবার সেই রেকর্ডে পুনরায় ফিরে আসে। আগের বছর CSK ,KKR কে হারিয়ে চতুর্থতম আইপিএল ট্রফি ঘরে নিয়ে এসেছে, এবার ধোনির সমর্থকেরা ধনীর হাতে ট্রফি দেখার জন্য উৎসুক হয়ে বসে আছে।
তবে গুজরাট হেরে যাওয়ার পর ও সমস্ত আশা তাদের এখনও শেষ হয়ে যায়নি। আসন্ন লখনউ বনাম মুম্বাই এর ম্যাচের বিজয়ীর সাথে গুজরাট আরো একবার খেলার সুযোগ পাবে ফাইনালে পৌঁছবার। এবার এটাই দেখার পালা ২৮ শে মে আমেদাবাদে স্টেডিয়ামে চেন্নাইয়ের সাথে শেষ লড়াইটা কে লড়তে চলেছে।
আইপিএল ২০২৩এর ট্রফি ধোনির দল কি আদেও নিজেদের ঘরে নিয়ে ফিরবে নাকি এই ট্রফি অধিকার করে নেবে অন্য দল ।