এবার পর্যটক সংখ্যায় রেকর্ড গড়লো ভারতের ভূস্বর্গে, ১০ বছরে এই প্রথম বার ১ লক্ষেরও বেশি পর্যটকের দেখা মিলেছে কাশ্মীরে।গ্রীষ্মকালীন মরসুমে কাশ্মীরে বিপুল পর্যটকদের আনাগোনা, ২০২২ সালের মার্চ মাসে পর্যটন শিল্পে বড় সর ঢেউ তুলেছে কাশ্মীর। কাশ্মীর পর্যটন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ১০ বছরের মধ্যে এই প্রথমবার উপত্যকাতে মার্চ মাসে প্রায় ১.৮ লক্ষ পর্যটকের আগমন ঘটেছে। আগামী এপ্রিল ও মে মাসে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে আশাবাদী কাশ্মীর পর্যটন বিভাগ।
পর্যটন বিভাগের ডিরেক্টর জি এন ইটু জানিয়েছেন, “২০২২ সালের মার্চ মাসে, ১,৭৯,৯৭০ জন পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। যা গত ১০ বছরের সর্বোচ্চ রেকর্ড।” এছাড়াও পর্যটন বিভাগ জানিয়েছে শ্রীনগরের জাবারওয়ান পার্কে হট-এয়ার বেলুন রাইড শুরু করার ভাবনা চলছে এবং কাশ্মীরের সমস্ত প্রধান পর্যটন গন্তব্যগুলিতে প্যারাগ্লাইডিং চালু করার পরিকল্পনাও চলছে, সাথে আয়োজিত হবে নানান রোড শো সিরিজ।
তাছাড়া কোভিড অতিমারীর কারণে দীর্ঘদিন অমরনাথ যাত্রা স্থগিত থাকার পর আগামী ৩০ জুন থেকে ৪৩ দিনের জন্য বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হবে। তাই সবকিছু মিলিয়ে বলা চলে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে সুসজ্ঞায় সজ্জিত ভূস্বর্গ।