আয়ুষ্মান খুরানাকে এবার দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলির ভূমিকায়, এর কিছুদিন আগেও রণবীর কাপুরকে এই ভূমিকায় দেখা যাবে বলে জল্পনা চলেছিল।
রণবীর কলকাতায় নিজের ছবি “তু ঝুটি ম্যায় মক্কার” প্রচার করতে এসে গাঙ্গুলির সাথে ইডেনে ক্রিকেট খেলতে দেখা যায়, পরে অবশ্য তিনি জানান তাঁর কাছে ওই বায়োপিকের প্রস্তাবই আসেনি। তবে রণবীরের পছন্দের খেলা ফুটবল এবং ক্রিকেটে তিনি ডানহাতে ব্যাট করেন যা সৌরভের চেয়ে একেবারেই উল্টো। অন্যদিকে আয়ুষ্মান দুহাতে বেশ ভালোই ব্যাট করতে পারেন, যদি তিনি সৌরভের ভূমিকায় অভিনয় করেন তাহলে একটি বাঁহাতি ক্রিকেটারের ভূমিকাকে ভালোভাবেই পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। সুশান্ত সিংহ রাজপুতও কিন্তু ক্রিকেটটা বেশ ভালোই খেলতেন মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকা পালনের জন্য যেটি তাঁর কাছে ছিল একটি প্লাস পয়েন্ট।
লাভ ফিল্মস এর পরিচালনায় তু ঝুটি ম্যায় মক্কার ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হতে পারে সৌরভের বায়োপিকের কাজ কিন্তু আয়ুষ্মানই শেষ পর্যন্ত ‘দাদা’ হতে পারবেন কি না, তা জানার জন্য শুধু অপেক্ষা মাত্র।