ভাবতেই লাগে অবাক অপরাধীর বিরুদ্ধে আমরা সত্যি নির্বাক। দিন দিন যুক্ত রাষ্ট্রে বন্দুকবাজের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফের রক্তপাত ঘটল ভার্জিনিয়ায়। গত মঙ্গলবার একটি হাই স্কুলের সমাবর্তন অনুষ্ঠান একটি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরেই যখন অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা বাইরে বেরিয়ে আসছিল তখনই এক যুবক এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সেই গুলির আঘাতে মৃত্যু হয়েছে দুজনের এবং আহত হয়েছে পাঁচজন। অভিযুক্ত যুবককে সেখানেই আটক করে পুলিশ।
পুলিশের দাবি ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় রয়েছে কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। সেইখানে একটি থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল সমাবর্তন অনুষ্ঠান এবং অনুষ্ঠান শেষের পরেই যখন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই এক ১৯ ছরের যুবক এসে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে ১৮ জন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এবং ৩৬ বছর বয়সী দুজন ব্যক্তি।
এই ঘটনাটি পুলিশের কাছে যাওয়া মাত্রই পুলিশ সেখানে তাড়াতাড়ি এসে উপস্থিত হয় এবং ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেফতার করে। রিচমন্ডের শীর্ষ পুলিশ আধিকারিক রিক এডোয়ার্ড দাবি করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অলট্রিয়া থিয়েটার হলের সমানে গুলি চলেছে এবং এবং সেখান থেকেই ওই ১৯ বছরের যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে 18 ইউএস কোড § 1111 – হত্যা ধারায় গ্রেফতার করেছে।