ফের নিরাপত্তার বেহাল দশা দিল্লিতে।রবিবার সন্ধ্যায় দিল্লির রাস্তায় ১৬বছর বয়সী এক কিশরীকে একজন যুবক ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে। শুধু ছুরি দিয়ে আঘাত নয় পরে তাকে পাথর দিয়ে থেঁতলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায়। এই ঘটনাটি ঘটার সময় আশেপাশের লোকজন থাকলেও সেই কিশোরীটিকে কিন্তু কেউ বাঁচাতে যায়নি। পরবর্তীকালে দিল্লি পুলিশের হাতে সেই ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে।
পুলিশের দাবি, এই ঘটনাটি সেই কিশোরীর বাড়ির কাছাকাছি ঘটেছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, সেই কিশোরীটি কোন একটি জন্মদিনের অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। তখনই সেই যুবক তাকে ছুরি দিয়ে আঘাত করে, এবং পরবর্তীকালে পাথর দিয়ে তার মাথার থেতলে দেয়। জানা গিয়েছে,সেই যুবকটির নাম সাহিল।খুনের পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে বাসে উঠে পড়েছিলেন সাহিল। পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বুন্দেলশহরে। বুন্দেলশহরের এক আত্মীয়র বাড়িতে উঠেছিলেন সাহিল। সেখান থেকে বাবাকে ফোন করার জন্য কিছুক্ষণের জন্য ফোন খুলেছিলেন, তাতেই ধরা পড়ে যান। এই ঘটনার সাথে যুক্ত কারা কারা আছে সেটার জন্য আরও খতিয়ে দিখছেন পুলিশ।জানা গিয়েছে সাহিল নামক ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৬ বছরের ওই কিশোরীর। কিছু বিষয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। হয়তো এই মনোমালিন্যের জন্যই এ নৃশংস হত্যা। সিসিটিভি ফুটেছে এটিও ধরা পড়েছে যে ওই যুবকটি যখন ওই কিশোরীকে নৃশংসভাবে খুন করছিল তখন আশেপাশের লোকজন পাশে দাঁড়িয়ে দেখছিল। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি।
ওই কিশোরীর বাড়ি থেকে যুবকটির ওপর শাস্তির দাবি করেছে। মেয়েটির বাবা সাহিলের ওপর ৩০২ ধারায় মামলা দায়ের করে। মেয়েটির মা জানায় যে তার সাথে যে সাহিলের সম্পর্ক আছে তা তিনি জানতেন না। অভিযুক্তের উপর করা শাস্তি দায়ের করা হয়েছে।