এই প্রথমবার দিল্লির নাট্যোৎসবে স্থান পেল রঞ্জন ঘোষ পরিচালিত সিনেমা মহিষাসুরমর্দিনী। এর আগে কখনো কোনো ছায়াছবি কোনো নাট্যোৎসবে দেখানো হয়নি। আগামী ২৭ সে সেপ্টেম্বর দিল্লির আইএইচসি থিয়েটার ফেস্টিভ্যালে এই ছবিটির দেখানো হবে বলে জানা যাচ্ছে।
মহিষাসুরমর্দিনী তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলা যায়, তার চরিত্রের উপর ভর করেই গল্পের কাহিনী। জানা যাচ্ছে, ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় খুব গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন একজন রাজনৈতিক নেতার চরিত্রে। এছাড়া ছবিতে বিশেষ কিছু চরিত্রে রয়েছেন, সাহেব ভট্টাচার্য, কৌশিক কর, পৌলমী দাস, শ্রীতমা দে, শুভ্রশঙ্খ দাস, অভ্যুদয় দে, অরুণিমা হালদার, আরিয়ুন ঘোষ প্রমুখরা।
ছবিটি নাট্যোৎসবে নির্বাচিত হওয়ার প্রসঙ্গে পরিচালক রঞ্জন ঘোষ একটি সাক্ষাৎকারে জানান, তাঁর ছবিটি আই এইচ সি থিয়েটার ফেস্টিভ্যালে নির্বাচিত হবে তা তিনি কল্পনাই করেন নি। গতবছর হ্যাবিটেট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তিনি এই ছবিটি জমা দিয়েছিলেন। সেই সময় তারা ছবির প্রেক্ষাপট, গল্প, এবং শিল্পশৈলির প্রশংসা করেছিল। এরপরই তারা জানান যে তারা তাদের বার্ষিক থিয়েটার উৎসবে এটি দেখতে চান। আই এইচ সি নাট্যোৎসব ভারতের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ নাট্যোৎসব। সাধারনত কোনো সিনেমা নাট্যোৎসবে জায়গা পায় না। তাই থিয়েটারের মঞ্চে তার সিনেমার স্বীকৃতিতে তারা সবাই খুবই গর্ববোধ করছেন।