অবশেষে ৫১ ঘন্টার টানা চেষ্টার পর রবিবার রাতে বালাসোরের রেলপথে ফের চালু হল ট্রেন।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে দাঁড়িয়ে রেললাইনের কাজ দেখভাল করলেন।সাংবাদিকদের সাথে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে কার্যত কেঁদে ফেলেন তিনি।
শুক্রবার সন্ধেয় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় ২৭৫ জন প্রাণ হারিয়েছিলেন।তারপর থেকেই শুরু হয় মৃত এবং আহতদের উদ্ধারকাজ।এরপরই ১০০০ জনের চেষ্টায় শুরু করা হয় ট্রেন লাইন মেরামতির কাজ।যা ৫১ ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়।
গত শুক্রবার ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার রেশ এখনো কাটেনি,প্রত্যেকের চোখে-মুখে এখনও রয়ে গিয়েছে আতঙ্কের ছাপ।তারমধ্যেই রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে চালু হয় প্রথম মালগাড়ি।এরপর রাত ১১টা ৩৯ মিনিটে আরও একটি মালগাড়ি চালানো হয়।রাত ১২টা ৫ মিনিটে আপ লাইনে প্রথম ট্রেন চালু হয়।
রাতে মালগাড়ির চাকা গড়াতেই হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের কথা উল্লেখ করতেই আবেগপ্রবণ হয়ে কার্যত কেঁদে ফেলেন।তিনি আরো জানান“ঘটনার পর প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থলে এসে উৎসাহ দিয়ে গিয়েছেন কর্মীদের কাজে গতি বাড়ানোর। ৫১ ঘণ্টার চেষ্টায় লাইন মেরামত করে আপ এবং ডাউন লাইনে ট্রেন চালানো হয়েছে। সোমবার ৭টি গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে।”