মনের জোরেই মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে পা রাখলেন গোর্খা সৈন্য হরি বুধামাগর। বিশ্বের সর্বোচ্চ শিখর ছোঁয়ার আশাটা ক্যান্টারবেরির বাসিন্দা হরির বহু দিনের স্বপ্ন ছিল । ২০১০ সালে আফগানিস্তান যুদ্ধে তিনি নিজের দু’টি পা হারিয়েও কৃওিম পা নিয়েই নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ করলেন শুক্রবার দুপুরে। দুপুর ৩ টের সময় বিশ্বের শীর্ষবিন্দু স্পর্শ করেন তিনি। আফগানিস্তানে আইইডি বিস্ফোরণে দু’টি পা হারালেও মনের আশা হারান নি, দুর্ঘটনার ঠিক ১৩ বছর পরে নিজের স্বপ্ন টি পূরণ করলেন তিনি।
২০১০-এ ওই দুর্ঘটনার পরে বাধ্য হয়েই ব্রিটিশ গোর্খা রেজিমেন্ট থেকে সরে আসতে হয় তাঁকে। কিন্তু হাল ছাড়েননি এবং ভেঙে ও পরেনি বছর তেতাল্লিশের গোর্খা । নেপাল সরকার জানিয়েছে, শুক্রবার বিকেলে ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চ মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠে রেকর্ড গড়েছেন বুধামাগর । কৃত্রিম পা নিয়ে এই প্রথম কোনও পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করলেন।
এভারেস্টের পথে প্রাকৃতিক বাধার সাথে সাথে ছিল অনেক আইনি জটিলতা। ২০১৭ সালের আইন অনুসারে, দৃষ্টিশক্তিহীন এবং দু’টি পা নেই এমন কোনও যাত্রী পর্বতারোহণ করতে পারবেন না।এই বড় সমস্যার সম্মুখীন হতে হয় হরিকে, এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জানান হরি ও অন্যান্যরা। ২০১৮ সালে ওই আইনটি বাতিল বলে ঘোষিত হয়। এর পর নতুন উদ্যোগে আবার অভিযানে শামিল হন হরি।
প্রকৃতি ও যেন একবার পরীক্ষা নিয়েনিল তার মনের জোরের আবহাওয়ার ফলে এভারেস্ট বেসক্যাম্পে টানা১৮ দিন আটকে পরতে হয় হরি এবং তাঁর সঙ্গীদের। সামনে দিয়েই দুটি দেহ নামিয়ে আনতে দেখেও নিরাশ হয়নি হরি। বরং নতুন করে সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যের দিকে।অবশেষে সব বাঁধা কাটিয়ে বিশ্বের উচ্চতম বিন্দুজয় করে ফেললেন ।
তর এই সাহস এবং মনোবল সত্যি প্রশংসনীয়|