গত শুক্রবার ঘটে যাওয়া দুর্ঘটনার পর বুধবার আবারও যাত্রা শুরু করবে করমন্ডল এক্সপ্রেস।বুধবার বিকেল শোয়া ৩টে নাগাদ নতুন করে যাত্রা শুরু করবে করমণ্ডল এক্সপ্রেস।
রেল সূত্র মারফত জানা যায়,বিকেল শোয়া ৩টে নাগাদ বুধবার করমণ্ডল এক্সপ্রেস শালিমার থেকে চেন্নাইয়ে রওনা দেবে। আগের রুটেই চলবে ট্রেনটি।অর্থাৎ বাহানাগা বাজার স্টেশনের উপর দিয়ে যাবে ট্রেনটি।সূত্রের খবর, দুর্ঘটনার পরেও কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের টিকিট এর চাহিদা একটুও কমেনি। জানিয়ে রাখা ভালো করমণ্ডল এক্সপ্রেসের এই রিজার্ভেশন দুর্ঘটনার পূর্বেই করা হয়েছিল।
গত শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পরই নিজে দাঁড়িয়ে থেকে ট্র্যাক মেরামতির কাজ শুরু করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।ফলে সোমবার সকালে ওই পথ দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়।সবমিলিয়ে মোট ৪০টি ট্রেন সোমবার এই লাইন দিয়ে যাতায়াত করেছে।মঙ্গলবারও ওই লাইনে দিয়ে নিজের ছন্দে ট্রেন চলছে।তবে দুর্ঘটনাস্থলের কাছে ট্রেনের গতি কম রাখা হয়েছে। দুর্ঘটনার চার দিন পর বুধবার ওই রুট দিয়েই যাবে করমন্ডল এক্সপ্রেস।
অন্যদিকে করমণ্ডলে দুর্ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় মঙ্গলবার সিবিআই এর হাতে। সূত্র মারফত জানা যায়,একটি অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয় রেলমন্ত্রকের পক্ষ থেকে।খোরদার ডিআরএম রিঙ্কেশ রায় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান,“মেন লাইনে সিগনাল সবুজ ছিল। সবকিছু ঠিক থাকলে তবেই সবুজ সংকেত মেলে। সামনের লাইন ১০০ শতাংশ ফাঁকা না থাকলে সিগনাল প্রযুক্তিগতভাবে সবুজ হতেই পারে না। কোনও একটি ছোটখাটো ত্রুটির কারণেও সিগনাল লাল হয়ে থাকে। যদি না কেউ নিজে থেকে সব জেনে তা সবুজ করে দেন। এ ক্ষেত্রে, কেউ ইচ্ছা করে সিগনাল না দিলে তা সবুজ হতেই পারে না।”