প্রথম স্থান অধিকারকারি দিল্লির ঘাড়ে দূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে নিঃশ্বাস ফেলছে তিলোত্তমা শহর কলকাতা। দীপাবলির পর সেই দূষণের মাত্রা বেড়েছে অতি দ্রুত হারে। Air quality index 100 পর্যন্ত থাকলে তা ক্ষতিকর বলে ধরা হয় না। কিন্তু কলকাতায় গত কয়েক বছর ধরে Air quality index বেড়ে হয়েছে 196 । সেই নিয়ে উদ্বেগ প্ৰকাশ করছে বিশেষজ্ঞ মহল।
কলকাতায় দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Pollution Control Board)। গত নভেম্বরে এই উদ্যোগের কর্মসূচি ঘোষণা হয়। এই উদ্যোগের কর্মসূচিতে বলা হয় কলকাতার রাস্তায় নামানো হবে ওয়াটার স্প্রিংকলার। আশা করা হচ্ছে এর মাধ্যমে জল স্প্রে করে বাতাসে ভাসমান ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকর জীবাণুরহাত থেকে মুক্তি পাওয়া অনেক টাই সম্ভব হবে। কলকাতার রাস্তা গুলিতে অন্তত দুবার করে চালানো হবে এই ওয়াটার স্প্রিংকলার। শুধুমাত্র ওয়াটার স্প্রিংকলার নয় দূষণ কমানোর উদ্দেশে কলকাতার রাস্তা ভেজানোর জন্য স্মার্ট ভেইকেলের ব্যবহারও শুরু করতে চলেছে কলকাতা পুরনিগম। এই অভিনব উদ্যোগের শুভ সূচনা হয় রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর হাত ধরে।
কিছুদিন আগে রাস্তা ধোয়ার কাজ শুরু করে স্থানীয় পুরণিগম। নামানো হয় ওয়াটার স্প্রিংকলার। দূষণ নিয়ন্ত্রণে ওয়াটার স্প্রিংকলার কেনার জন্য বিপুল অর্থ প্রয়োজন বলে জানা যাচ্ছে। এখনো অবধি যতগুলো ওয়াটার স্প্রিংকলার কেনা হয়েছে তার ব্যায় ধরা হচ্ছে আনুমানিক ৪৪লক্ষ্য টাকা।