1606349934_5fbef46ee547b_rescue

anandabazer

দৃষ্টিকাড়া অযোধ্যা পাহাড়ে একটুর জন্য প্রাণে বাঁচল কলেজ পড়ুয়ারা

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে হরপা বান। আবারও হরপা বানে বিপদে পরল কিছু কলেজ পড়ুয়া। পুলিশের সাহায্যে একটুর জন্য প্রাণে বাঁচল দুই পড়ুয়া।

অযোধ্যায় আছে দৃষ্টিকাড়া মনোরম দৃশ্য এক কথায় অযোধ্যা “সবুজের রানী”। কিন্তু অযোধ্যা পাহাড় যতটা আকর্ষনিয় ঠিক ততটা বিপর্জনক বললে ভুল হবেনা।বর্ষায় মনোরম প্রকৃতি যে এমন অমনোরম ভয়ানক রূপ নেবে সেটি হয়তো ধারনা করতে পারেনি পড়ুয়ারা।

পুরুলিয়ার আড়শা ও বলরামপুর থেকে মোট ৫ জন ছাত্রছাত্রী ঘুরতে গিয়েছিলে বামনী ফলসে।৫ জনের মধ্যে ২ জন ছাএী ও ৩ জন ছাএ।

কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, দৃষ্টিকাড়া সেই ঝর্ণা দেখতে দেখতে ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছিল পড়ুয়ারা।বৃষ্টির কারণে হঠাৎ শান্ত ঝরনা ক্ষেপে গিয়ে যেন অশান্তের আকার ধারণ করে।আচমকাই ক্রমশ জল বাড়তে শুরু করে।
বিপদ বুঝে ৩ পড়ুয়া একটি নিরাপদ স্থানে চলে যায়, কিন্তু দলের অন্য দুই পড়ুয়া সেখানে আটকে পড়ে।জলের চাপ এতটা ছিল যে পড়ুয়াদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে ও কোন লাভ হয়নি।

নিমেষের মধ্যে দুই পড়ুয়ার জলে তলিয়ে যাওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এমন সময় পুলিশ এসে বিশাল জল স্রোতের মধ্য দিয়েও ওই দুই পড়ুয়াকে উদ্ধার করেন।

পুলিশের বক্তব্য, বর্ষায় অনেক সময় অযোধ্যায় এমন হরপা বান নেমে আসে তাই সকলেরই সাবধানতা অবলম্বন করা খুব জরুরী।

এটা প্রথমবার নয় এর আগেও ঘটেছিল এমন ঘটনা। ১৩ বছর আগেও এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ পড়ুয়াকে। সেই সময় দলের দুই পড়ুয়াকে উদ্ধার করা গেলেও অন্য তিন পড়ুয়াকে বাঁচানো যায়নি।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request