শীঘ্রই শুরু হতে চলেছে দিল্লি থেকে হিমাচল পর্যন্ত দেশের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস। ১৩ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতি বার হিমাচল প্রদেশের উনা জেলায় এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, এই ট্রেনটি তার যাত্রাপথে পাঞ্জাবের অম্বালা, চণ্ডীগড়, আনন্দপুর সাহিব এবং হিমাচলের উনা স্টেশনে থামবে, এবং নয়াদিল্লি থেকে ট্রেনটি চলবে হিমাচলের অম্ব অন্দৌরা স্টেশন পর্যন্ত।
রেল সুত্রে জানা যাচ্ছে, চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস প্রত্যহ ভোর ৫ টা ৫০ মিনিটে নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করবে এবং সকাল ১১ টা ৫ মিনিটে হিমাচলের অম্ব অন্দৌরা স্টেশনে পৌঁছবে। একইভাবে অম্ব অন্দৌরা স্টেশন থেকে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে দুপুর ১ টায় এবং নয়া দিল্লি পৌঁছবে সন্ধ্যে ৬ টা ২৫ মিনিটে। ১৬ কামরার ট্রেনটি যাত্রা করবে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে।
এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক রেল আধিকারিক জানান, এই ট্রেনটি চলবে বুধবার ছাড়া প্রতিদিন। এবং তিনি আরও জানান যে, কবে থেকে এই ট্রেনটি নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করবে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে যথাক্রমে দিল্লি থেকে বারাণসী এবং দিল্লি থেকে কাটরা পর্যন্ত দুটি বন্দে ভারত এক্সপ্রেসের পর গত ৩০ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়েছিল তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। এবার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস এর শুভ যাত্রা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী।