কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৬,৪২২ জন, গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫১০৮ । গত তিন দিন ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয় মারা গিয়েছে ১৪ জন, দেশে দৈনিক আক্রান্তের হার ১.৪৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.০৪ শতাংশ।
দেশের রাজ্যগুলির মধ্যে দৈনিক করোনা সংক্রমনের শীর্ষে রয়েছে কেরল। কেরল-এই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৪৯। করোনা সংক্রমিত রাজ্যের তালিকায় কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র (৮৮১) , কর্নাটক (৪৮৬), তামিলনাড়ু (৪১৯)। এই তিনটি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০ এর কাছাকাছি।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন , প্রায় আড়াই বছর পরে করোনা অতিমারি থেকে মুক্তি পেতে চলেছে পৃথিবী। তিনি বলেছেন “করোনার শেষ দেখা যাচ্ছে।”