দেশে আবার মাঙ্কিপক্স সংক্রামিতের খোঁজ মিলল রাজধানী দিল্লির এলএনজেপি হাসপাতালে, জানা গেছে সংক্রামিত হলেন ৩০ বছরের একজন নাইজেরিয়ান মহিলা, এই নিয়ে দিল্লির নবম ও ভারতের ১৪তম সংক্রমণের খোঁজ পাওয়া গেল।
ভাইরাল এই রোগ মাঙ্কিপক্স যার সাধারণ উপসর্গ যেমন জ্বর, ত্বকের ক্ষত, মাথাব্যথা, পেশী ব্যথা, লিম্ফ্যাডেনোপ্যাথি, ক্লান্তি, ঠান্ডা লাগা বা ঘাম এবং গলা ব্যথা এবং কাশি। যার কারণে সাধারণত এই রোগ সহজে বোঝা যায় না।
দিল্লিতে প্রথমবার এর সংক্রমণের খোঁজ মেলে গত ২৪ জুলাই। তারপরও ৮ টির মতো সংক্রমণ হয় দিল্লিতে। তারপর গত ১৬ সেপ্টেম্বর যৌনাঙ্গে ফোস্কা এবং পুঁজ-ভরা ক্ষত নিয়ে মহিলাটিকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সেই সংক্রান্তের রিপোর্ট আসে এবং তিনি সংক্রামিত বলে জানা যায়। আরও একজন নাইজেরিয়ানকে রবিবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার রিপোর্ট এখনও জানা যায়নি।
এলএনজেপি হাসপাতালে ভাইরাল সংক্রমণে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সুবিধা থাকার জন্য আপাতত ওখানেই চিকিৎসাধীন এই রোগী।