দেশে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় দেশে ফের বাড়ল সংক্রমনের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন হিসেবে, একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৯৩ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই বেশি। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার ৮৭৩ জন। প্রধানত, আচমকাই ঊর্ধ্বমুখী হল সংক্রমণের হার, আর এর কারণে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের মধ্যে।
সরকারি তথ্য অনুযায়ী, দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার ৯৫ জন এবং মারা গেছেন দু’জন। এছাড়াও করোনায় তৃতীয় ঢেউয়ে যারা আক্রান্ত হয়েছিলেন, তারা আবারও আক্রান্ত হচ্ছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, বেশিরভাগ স্কুল পড়ুয়ারাই করোনায় আক্রান্ত হচ্ছেন।
ইতিমধ্যেই দিল্লিতে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে ঠিক এমনই মন্তব্য করছেন বিশেষজ্ঞ নীরজ মিশ্র। অর্থাৎ সচেতনতা থাকার প্রয়োজন রয়েছে, কিন্তু উদ্বেগ বা অথবা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।