চলতি সপ্তাহে বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করা হয়। এর ফলে দেশের বিভিন্ন ব্যাংকের থেকে ঋণগ্রহীতারা একটু হলেও সস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে ২০২৩-২৪ অর্থবর্সের দ্বিতীয় ত্রৈমাসিকেও রেপো রেট অপরিবর্তিত থাকলো।
রেপো রেট ৬.৫০ শতাংশই রয়েছে। কিন্তু বিশেষজ্ঞ দের ধারণা ছিল রেপো রেট কমকরে ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। কিন্তু তেমনটা না করে রেপো রেট অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংকের মনিটারি পলিসি।
মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে গত বছর দফায় দফায় রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংক। প্রথমে ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট দ্বিতীয় বার মে মাসে বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট এবং তৃতীয় বার জুন মাসে ৫০ বেসিস পয়েন্ট বাড়ে রেপো রেট। সবমিলিয়ে গত বছর ২৫০ বেসিস পয়েন্ট বাড়ে রেপো রেট। যার ফলে ঋণের দিক থেকে চাপ পড়ছিল সাধারণ মানুষের পকেটে। বৃহস্পতিবারের ঘোষণায় কিছুটা হলেও চাপ কমাবে সাধারণ মানুষের পকেটে। এই ঘোষণার ফলে ইএমআই বাড়ার সম্ভাবনা নেই।
মূল্যবৃদ্ধি সম্মন্ধে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন- “মুদ্রাস্ফীতির সূচক নির্ধারিত লক্ষ্যমাত্রা ৪ শতাংশের থেকে এখনও অনেকটাই বেশি। আগামী বছরের জন্য মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রাও কমিয়ে ৫.২ থেকে ৫.১ শতাংশ করা হয়েছে।”