বৃহস্পতিবার পারথের ওয়াকা স্টেডিয়ামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে 36 রানে পরাজিত হল ভারত, আগের প্রস্তুতি ম্যাচেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকেই 13 রানে হারায় টিম ভারত। ভারত চারটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে তার মধ্যে এটি দ্বিতীয় ম্যাচ, সামনের দুটি ম্যাচ 17 এবং 19 অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নিক হোবসন ও ডার্বি শর্ট এর সহযোগিতায় 116 রান তোলে টিম অস্ট্রেলিয়া। 15 ওভারে 3 উইকেট হারিয়ে 127 রান করে টিম অস্ট্রেলিয়া। শেষ অবধি 168 রান স্কোর বোর্ডে তোলে টিম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট, হর্ষল প্যাটেল ২ উইকেট এবং অর্শদীপ সিংয়ের এক উইকেট নিতে পেরেছেন। ভারত ব্যাট করতে নামলে প্রথমেই 9 রান করে আউট হয়ে যান ঋষভ পন্হ। এরপর থেকেই দলের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। দীপক হুডা 6 রানে, হার্দিক পান্ডিয়া 17 রান করে আউট হয়ে যান। ভারতের হয়ে সবচেয়ে বেশী 55 বলে 74 রান করেন কে এল রাহুল। পরে অক্ষর প্যাটেল (2), হর্ষল প্যাটেল (2) ও দীনেশ কার্তিক (10) রান করেন। অশ্বিন 2 রান ও ভুবনেশ্বর কুমার 0 রানে ম্যাচ শেষ করেন। 132 রান করেন অল আউট হয়ে যায় ভারতীয় দল।
23 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচ দিয়েই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। মেলবোর্নে মুখোমুখি হবে এই দুই দল। কিন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ ভারতীয় দলের পারফরম্যান্সের ক্ষেত্রে সতর্ক বার্তা হয়ে দাঁড়াল।