১লা মে, রবিবার চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে টাটা আইপিএল পেলো বুস্টার ডোজ। ভারতের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি রবিবারের ম্যাচে অধিনায়কত্ব করায় সিএসকে তাদের পুরনো ছন্দে ফিরে আসে। সিএসকে প্রথমে ব্যাট করে রান তোলে ( ২০২ – ২)। ২০৩ রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদ করে ( ১৮৯ – ৬ )। ওপেন করতে নেমে চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ১৮২ রানের সর্বোচ্চ পার্টনারশিপ করে।
টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ বোলিং করার সিদ্ধান্ত নেয়। ঋতুরাজ ও কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে হায়দ্রাবাদ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। ঋতুরাজ করে ৫৭ বলে ৯৯ রান এবং কনওয়ে করে অপরাজিত ৫৫ বলে ৮৫ রান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয় শেষ পর্যন্ত লড়াই করেন নিকোলাস পুরান এবং তিনি করেন ৩৩ বলে অপরাজিত ৬৪ রান। রবিবারও সিএসকে ৪টি ক্যাচ ছেড়েছে যার মধ্যে পুরাণের ক্যাচ ছিল ২টো।
দীপক চাহারের জায়গা কিছুটা হলেও পূরণ করছে মুকেশ চৌধুরী । রবিবার ৪ ওভার বল করে ৪৬ রান দিয়ে অমূল্য ৪ টি উইকেট তুলে নেয় মুকেশ। শনিবার চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করে জাদেজা তার অধিনায়কত্ব ধোনির হাতে আবার ফিরিয়ে দিচ্ছেন। জাদেজা এই বছর অধিনায়কত্বের চাপে ব্যাটে ও বলে সেরকম কিছুই করতে পারেননি। তাই জাদেজা জানান তিনি নিজের খেলার উপর মন দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর পাওয়ার পর রবিবার ধোনিকে আবার অধিনায়কের দায়িত্বে মাঠে দেখার জন্য দর্শকরা অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটলো এবং দুরন্ত জয় পেলো ধোনির সিএসকে।