জানা যাচ্ছে, শনিবার থেকে কলকাতা প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল।এই খবর পেয়ে ইস্ট বেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ কলকাতায় এসেছেন।তিনি দল লিড করবেন এমনটাই বলেছেন ক্লাব কর্তারা। ম্যাচের জন্য তোড়জোড় চলছে সব কর্তাদের মধ্যে, শুরু করে দিচ্ছে তাদের কাজ।যুবভারতীর প্রাকটিস গ্রাউন্ডেই এবার খেলা প্র্যাক্টিস হবে বলে জানা গেছে ।প্রথমদিন থেকেই অনেক ফুটবলার রাও যোগ দেবেন প্রাক্টিসে, মাঠ সংস্কার ছাড়াও ফ্লাডলাইটের সংস্কার চলছে।তাই আইএফএ’(IFA)-র কাছে তিন প্রধানই ফ্লাডলাইটে খেলার আবেদন জানিয়েছে। তবে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ জেলার মাঠে খেলতে হতে পারে মোহনবাগানকে।
অন্যদিকে, মোহন বাগানো শুরু করে দিয়েছে তাদের তোড়জোড়।খুব শীঘ্রই তাদেরও টিম তৈরি হয়ে যাবে এমনটাই খবর।এবার ফুটবলার বাছাই হবে বলে জানিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হুয়ান ফেরান্দো।উনি একটু বিদেশী ভাবে ফুটবলার বাঁছাই করছেন। ক্লাব ম্যানেজমেন্টকে ফেরান্দো জানিয়েছেন, ৩০ বছরের বেশি কোন ফুটবলারকে নেওয়া যাবে না টিমে,তাই সেই কথা মাথায় রেখেই টিম গঠন করা হবে। মণিপুরের ফুটবলারের সঙ্গে ২০২৪ পর্যন্ত ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে। তবে শুধু মোহন বাগানই নয়, মুম্বই সিটি এফসি’ও তাঁকে পাওয়ার জন্য চেষ্টা করছে। উল্লেখ্য, চলতি ইন্টারকন্টিনেন্টাল কাপে দেশের জার্সিতে যথেষ্ট ভালো খেলছেন এই তরুণ উইঙ্গার। তাঁর প্রশংসাও শোনা গিয়েছে কোচ ইগর স্টিমাচ ও সুনীল ছেত্রীর মুখে। অনেকের ধারনা, মাথা ঘুরে না গেলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাওরেমের।
তোড়জোড় শুরু,এবার শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ, উত্তেজনা দুইদলের মধ্যে।আবার গড়বে নতুন ইতিহাস কোনো একটি দল।তাই দল বেধে নেবে পড়ছেন দুইদলের কোচ।