২০২৩ টা যেনো ক্রিকেট এর উৎসব হয়ে উঠেছে। আইপিএল শেষ না হতে হতেই WTC-world cup এর ডঙ্কা বেজে উঠেছে। আর তারপরেই শুরু হবে ক্রিকেটের মহাউৎসব ওডিআই বিশ্বকাপ। সেখানে নতুন জার্সিতে খেলবে টিম ইন্ডিয়া।
তিন ফরম্যাটেই তিনটি অ্যালাদা আলাদা জার্সিতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। সময়ের সাথে সাথে বহুবার জার্সি পরিবর্তন হয়েছে টিম ইন্ডিয়ার। জার্সি টিম এর মধ্যে একটা একতার সৃষ্টি করে। ক্রিকেটারের পাশাপাশি জার্সিও একটা আলাদাই ইমপ্যাক্ট ফেলে ক্রিকেটে, পরিচিতি পায় এক আলাদা মাত্রায়। নতুন জার্সিতে টিম ইন্ডিয়াকে প্রথম দেখা যাবে ৭ই জুন। এই দিন থেকেই শুরু হচ্ছে Ind vs Aus ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। টানা দ্বিতীয়বার টিম ইন্ডিয়ার WTC ফাইনাল খেলা ক্রিকেট জগতে ইন্ডিয়াকে এক আলাদাই মাত্রা দান করেছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।২০১৩ এর পর কোনো আইসিসি ট্রফি আসেনি নতুন জার্সিতে নতুনভাবে টিম ইন্ডিয়ার ভাগ্য বদলায় কিনা সেটাই এখন দেখার।টিম ইন্ডিয়ার এই নতুন জার্সিটি স্পন্সার করেছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কিট স্পন্সার অ্যাডিডাস’।
ডিজাইন করেছেন “আকিব বানি”।বিসিসিআই থেকে অফিসিয়াল ভাবে সেটি প্রকাশিতও হয়েছে। সোশ্যাল মিডিয়াতে টিম ইন্ডিয়ার নতুন জার্সি দেখেই ক্রিকেটপ্রেমীদের উত্তেজনাকে আলাদা মাত্রা প্রদান করেছে।