মনে আছে সেই ১৮ ফেব্রুয়ারি সন্ধার কথা ! কনসার্টে একসাথে মঞ্চ মাতিয়েছিলেন একাধারে বলিউডের মেলোডি কিং অরিজিৎ সিং এবং বাংলা গানের রকস্টার রুপম ইসলাম। এবার একসঙ্গে মঞ্চ মাতানোর পর খুব শিগগিরই আসতে চলেছে ওই দুই সঙ্গীত শিল্পীর মিলিত কাজ।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এবং তাতেই তিনি তাদের মিলিত কাজের ইঙ্গিত দিয়েছেন। ফেসবুকে পোস্ট করা ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল ‘নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ, আসছে। বিস্তারিত জানবেন পরে’।
একইসঙ্গে রুপম ইসলাম তার এবং অরিজিৎ সিং এর পরিচয় দিয়ে ভিডিও তার বক্তব্য শুরু করলেন। তিনি বলেছেন এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিৎ-এর কনসার্টে, সেটা আমাদের দুজনেরই খুব প্রিয় কনসার্ট, এবং সেখানে অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গিয়েছিল। যদিও এটার কোনরকম প্ল্যান করা ছিল না। কিন্তু আজকে যে আমরা এখানে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি এটার পিছনে একটা প্ল্যানিং আছে। অনেকদিন ধরে আমাদের কথা ছিল যে আমরা একসঙ্গে পাশাপাশি দাঁড়াব। এবং শেষপর্যন্ত হয়তো একসঙ্গে কাজও করব। তিনি আরও বলেনছেন যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, বিশেষ করে এই অনুষ্ঠানে ঘটা ঘটনার পরে যে একসঙ্গে কি আমরা কাজ করব?’ অরিজিৎ সিং জানিয়েছেন যে নিশ্চয় তাঁরা একসঙ্গে কাজ করবেন। আর ঠিক এর পরেই মেলোডি কিং অরিজিৎ সিং তার হাতে গিটারে একটি সুর বাজান অরিজিৎ এবং রূপম ইসলাম জানান যে এটি একটি অত্যন্ত আনন্দের সময় এবং এখান থেকেই শুরু হবে নতুন কাজ। তাঁরা জানিয়েছেন এই বিস্তারিত তাঁরা পরে জানাবেন। অরিজিৎ এবং রূপম ইসলাম জানান যে এটি একটি অত্যন্ত আনন্দের সময় এবং এখান থেকেই শুরু হবে নতুন কাজ। তাঁরা জানিয়েছেন এই বিস্তারিত তাঁরা পরে জানাবেন।