পর্যটকদের জন্য ফের সুখবর। পর্যটকদের আকর্ষিত করতে নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সুন্দরবনকে ঘিরে তৈরি হতে চলেছে নতুন পর্যটন পরিকাঠামো।
সূত্রের খবর অনুযায়ী, কাশ্মীরের ডাল লেক এর হাউসবোট গুলির আদলে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৬ মাসের মধ্যে সুন্দরবনে হাউসবোট পরিষেবা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে সুন্দরবনের জঙ্গলে প্রায় ৪০০-এর বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। রয়েছে অন্যান্য বন্যপ্রাণীও। প্রধানত, সুন্দরবনকে দেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ।
মূলত, সুন্দরবনের মতো আকর্ষণীয় এবং সেরা পর্যটন কেন্দ্রকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্যই এই পরিকল্পনা করা হচ্ছে। এমনকি সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলকে ঘিরে পুরো প্রকল্পটি তৈরি হচ্ছে। এবং কৌতুহলী পর্যটকদের জন্য সুন্দরবনের প্যাকেজ ট্যুরের একটি রেঞ্জও চালু করেছে রাজ্য সরকার।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, সুন্দরবনের পর্যটন পরিকাঠামো উন্নত করার একটি পরিকল্পনা করা হয়েছে এবং রাজ্য সরকার বেসরকারি খাতের সঙ্গে সুন্দরবনের নতুন পরিকাঠামো এবং একটি হোস্ট পরিকাঠামো নিযুক্ত করার পরিকল্পনা করেছেন। প্রসঙ্গত রাজ্য সরকারের এটি একটি ড্রিম প্রজেক্ট। যেখানে উন্নয়নের পাশাপাশি সুন্দরবন হয়ে উঠবে দেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।