চাঁদের বুকে হীরের সন্ধান পেল চীন। তবে পুরোপুরি হীরে ঠিক না, চাঁদে একটি বর্নহীন কলমাকার হীরের মতো দেখতে, সম্পূর্ণ নতুন একটি খনিজ আবিষ্কার করেছে তারা।
চিনের চেং’ এ ৫ জন মহাকাশযান চাঁদ থেকে যে নতুন নমুনা সংগ্রহ করে এনেছিলেন তার মধ্যেই নয়া খনিজ- এর সন্ধান পাওয়া গিয়েছে। প্রসঙ্গত ২০২০ সালে ডিসেম্বরে এই অভিযানটি সম্পূর্ণ করে, পৃথিবীতে ফিরে এসেছিলেন এই চন্দ্র অভিযান মহাকাশযানটি। সঙ্গে নিয়ে এসেছিলেন চাঁদের বিভিন্ন নমুনা। এই খনিজ পদার্থটির নাম দেয়া হয়েছে চেংয়েসাইট, যেটি হীরের মতোই স্বচ্ছ।
চেং-এ ৫ মহাকাশযানের আনা চন্দ্রপৃষ্ঠের নমুনাগুলির মধ্য থেকে এই নয়া খনিজটিকে আবিষ্কার করেছে বেজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়াম জিওলজি। এটি চাঁদের বুকে পাওয়া ষষ্ঠ পদার্থ। বেজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়াম জিওলজির একটি গবেষণা দলের মতে, এই খনিজর একটি একক স্ফটিক কনার ব্যাস প্রায় ১০ মাইক্রন, অর্থাৎ মানুষের চুলের ব্যাসের এক-দশমাংশেরও কম। তবে এই নতুন খনিজটি ঠিক কি ধরনের কাজে লাগতে পারে,যে তার উত্তর এখনো সঠিকভাবে জানা যায়নি।