বিদায় বছরের নভেম্বরেই বাজারে আসার পরপরই বাজারে হইচই ফেলে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ সফটওয়্যার chat GPT।
এবার ইনস্টাগ্রামেও দেখা যাবে চ্যাট বুদ্ধিমত্তার কেরামতি।আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে (AI) কাজে লাগিয়ে নয়া চ্যাটবট শুরু করতে পারে ইনস্টাগ্রাম।সব ঠিকঠাক চললে শীঘ্রই চ্যাটবট ফিচার যুক্ত হতে চলেছে এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে।
আসলে চ্যাটবট নিয়ে বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। চ্যাট বট হল আপনার যেকোনো প্রশ্নের উত্তর দেবে এ আই।অল্পদিনের মধ্যেই অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এই চ্যাটবট।
নিজেদের ইচ্ছামতো চ্যাটবটের ‘চরিত্র’ বেছে নিতে পারবেন ইউজাররা।মোট ৩০টি এআই চরিত্রের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন ইউজাররা। উপরি পাওনা হল, আপনার মেসেজও কমপোজ করে দিতে পারবে এটি। অর্থাৎ প্রযুক্তির উন্নতির সবরকম সুবিধা ইউজাররা পেয়ে যাবেন।
কিন্তু কবে থেকে চালু হবে এই ফিচার? এ নিয়ে ইনস্টাগ্রাম কিংবা মেটার তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি