দুনিয়াতে ক্রমশ দ্রুতগতিতে টেকনোলজি আসার ফলে মানুষ আজ প্রকাশ্যে-আজ উন্মুক্ত। মানুষ প্রথমে ব্যাবহার করত টেলিফোন, তারপর এল কম্পিউটার টেকনোলজিতে কিছুটা বদল হল অনেক নতুন তথ্য জানা গেল, লোকে আরও নতুন কিছু জানতে আগ্রহী হল। একটা ছোট বাক্সের মধ্যে এতসব তথ্য কিভাবে এল? সকলে দেখে তাজব হয়ে গেল। তারপর এল মুঠো ফোন বা স্মার্টফোন যার ফলে সবাই এক মিনিটের মধ্যে একটা ক্লিকে সমস্ত তথ্য মুহূর্তের মধ্যে জেনে গেল। এর পরেই এল সোশ্যাল মিডিয়ায় এর বিভিন্ন ধরনের তথ্য থেকে শুরু করে, ট্রেনের টিকিট কাটা, এক জায়গায় থেকে অন্য জায়গায় অর্থাৎ দেশে থেকে বিদেশের খবর জেনে যাওয়া আরও কত কি। আর এই সোশ্যাল মিডিয়ার সাথে সাথে এলো কতগুলি অ্যাপ যা হল, হোয়াটস অ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও টুইটার সহ বেশ কয়েকটি অ্যাপ যার সাহায্যে আমরা নতুন বন্ধু, পুরনো বন্ধু সবার সাথে যোগাযোগ রাখতে পারি। এক কথায় বলতে গেলে স্থায়ী সংযোগ রাখার মাধ্যমে এনে দিল সোশ্যাল মিডিয়া।
প্রযুক্তি আমাদের এক অভিনব সুযোগ এনে দিয়েছে যার দ্বারা আমরা এত কিছু সুবিধা মুহুর্তের মধ্যে পেয়ে যাচ্ছি। কিন্তু এই প্রযুক্তির সঠিক ব্যাবহার কি আমরা করছি? করছি না, বরং ব্যাবহারের থেকে অপব্যাবহার করছি। বিভিন্ন জিনিসের ব্যাবহার জিনিসের হাতের মুঠোয় পেয়ে গিয়ে সেই গুলিকে কাজে না লাগিয়ে অকাজে লাগিয়েছে মানুষ। ভুল তথ্য ছড়ানো বা রটানো, ওয়েবসাইট হ্যাক করে নেওয়া, ডেটা চুরি করা, অন্যান্য সাইট থেকে তথ্য চুরি করা, সোশ্যাল মিডিয়া কোনো অ্যাপের মাধ্যমে কারুর ওপর নজরদারি করা । এ যেন এক লম্বা লিস্টের মত কখনই যেন এর শেষ নেই। যত প্রযুক্তি বাড়ছে এর অপব্যাবহার যেন ক্রমশ বেড়েই চলেছে ।
নয়া প্রযুক্তির অপব্যবহারের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে দুটি নামি কোম্পানিকে। বিডেন প্রশাসন চীনের হুয়াওয়ে টেকনোলজি এবং জেডটিই থেকে নতুন টেলিযোগাযোগের সরঞ্জামের অনুমোদন নিষিদ্ধ করেছে ,কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ওপর গুপ্তচর ভিত্তিক ঝুঁকিপূর্ণতা তৈরি করেছে। ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) শুক্রবার চূড়ান্ত কিছু নিয়ম নির্ধারণ করেছে, যা চীনা সরঞ্জাম প্রস্তুতকারক ডাহুয়া টেকনোলজি, ভিডিও প্রস্তুতকারক হাংঝো হিকভিশন ডিজিটাল প্রযুক্তি এবং টেলিকম সংস্থা হাইটেরা কমিউনিকেশন কর্পোরেশন দ্বারা তৈরি সরঞ্জাম বিক্রি বা আমদানিতে বাধা দিয়েছে। প্রযুক্তি এত এগিয়ে আমাদের গুপ্তচর হতে সাহায্য করছে? নাকি লোকের বাড়ির হাঁড়ির খবর জানতে? যদিও এসব বাড়িতে সীমাবদ্ধ নেই এখন হয়েছে দেশ – বিদেশের ওপর নজদারি করা। তবে এই কি আমাদের ভবিষ্যত?