ভারতীয় ফুটবল দলের হয়ে নতুন রেকর্ড করলেন স্ট্রাইকার সুনীল ছেত্রী। দেশের জার্সিতে আবার গোল ভারতীয় দলের এই বর্ষীয়ান স্ট্রাইকারের। মঙ্গলবার ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় কিরঘিজস্তানকে, ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই দিন ম্যাচের শুরু থেকেই সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপা, সুরেশ সিং, জিকসন সিংদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কিরঘিজ রিপাবলিকের রক্ষণ। শুরু থেকে তারা অনেকগুলো গোলের সুযোগ করে নিয়েছিল কিন্তু তারা কাজে লাগাতে পারিনি। অবশেষে ম্যাচের ৩৫ মিনিটে সন্দেশ ঝিঙ্গান র করা গোলে এগিয়ে যায় ভারত। মঙ্গলবার দ্বিতীয়ার্ধে ব্রেন্ডন ফার্নান্ডেজকে তুলে নওরেম মহেশ সিংকে মাঠে নামান ইগর স্টিম্যাক। এতে ভারতীয়দের আক্রমণের ক্ষোভ আরো বেড়ে যায়।অবশেষে পেনাল্টি থেকে ৮৪ মিনিটে গোল করে ভারতের জয় নিশ্চিত করেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ম্যাচে গোল শিকারীদের তালিকায় পাঁচ নম্বরে পৌঁছে গেলেন ভারতীয় দলের এই স্ট্রাইকার সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে সুনীল ছেত্রীর গোলের সংখ্যা হয়ে দাঁড়ালো ৮৫। মায়ানমার ম্যাচের তুলনায় এই দিন সব থেকে বেশী ভালো উপহার দেয় ভারত। ভারতীয় জার্সিতে এটি ছাত্রীর কেরিয়ারে ৮৫ তম গোল। আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি গোল করার রেকর্ড রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নামে। পর্তুগালের হয়ে ১৫৮ টা ম্যাচে মাঠে নেমে ১২২টি গোল করেছেন রোনাল্ডো, সুতরাং দেশের জার্সিতে গোল সংখ্যা নিরিখে ছেত্রীর থেকে অনেক এগিয়ে রয়েছেন। দ্বিতীয় রয়েছেন আলী দাই ইরানের এই প্রাক্তন ফুটবলার দেশের হয়ে ১৪৮ টি ম্যাচে মাঠে নেমে ১০৯ টি গোল করেছেন। তৃতীয় স্থানে রয়েছে লিওনের মেসি ১৭৩ টি ম্যাচে মাঠে নেমে এ ৯৯ টি গোল করেছেন । আন্তর্জাতিক গোলের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির কাছে চলে গেলেন সুনীল ছেত্রী। ফলে এ কথা বলা যেতেই পারে যে ভারতের সুনীল ছেত্রী আপাতত তৃতীয় তম স্থান করে নিতে সক্ষম হয়েছে।কারণ আলী দেই ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেক অবসর গ্রহণ করেছেন।