‘আমি নরেন্দ্র মোদীর ফ্যান’। নরেন্দ্র মোদীর সঙ্গে ঘন্টা খানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে মোদী ভক্ত বলেই দাবি করলেন মার্কিন ধনকুবের তথা টেসলার প্রধান এলন মাস্ক। মোদীর ভূয়ষী প্রশংসার পর ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে তার আশা প্রকাশ করলেন তিনি। সেই সঙ্গে ভারতের আসার ইচ্ছা প্রকাশ করলেন মাস্ক।
গতকালই মার্কিন মুলুকে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা সফরের প্রথম দিনেই তার প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ধনকুবের। মাস্কের কথায়, ‘”ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা অসাধারণ। আমি ওঁকে খুব পছন্দ করি। আমি ওঁর গুণমুক্ত ভক্ত। আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জন্য সঠিক কাজ করছেন। নতুন সংস্থাকে উনি সমর্থন করেন। আমি ভারতের ভবিষ্যৎ নিয়েও অত্যন্ত উৎসাহিত। আমার মনে হয়, বিশ্বের অন্য়ান্য বড় দেশগুলির তুলনায় ভারতের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। ভারতের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে।”
এখানেই থাকলেন না টেসলা প্রধান। ভারতে বিনিয়োগের জন্য ইচ্ছা প্রকাশ এবং তার পরিকল্পনার কথাও প্রকাশ করলেন তিনি। তিনি বললেন, “প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করতে খুব ভাল হবে…আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি আগামী বছর ভারত সফরে যাব।”
প্রসঙ্গত, গত মাসেই টেসলা সংস্থার এক্সিকিউটিভরা ভারতে এসেছিলেন। এ দেশের মন্ত্রী এবং আমলাদের সঙ্গে কথাবার্তাও বলেছেন তাঁরা।গাড়ি তৈরি সংক্রান্ত একাধিক বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর।সম্ভবত এবছর শেষ হওয়ার আগেই সম্ভবত গাড়ি তৈরি করার জন্য জায়গা বেছে নিতে পারবেন বলে জানিয়েছিলেন এলন মাস্ক। শুধু তাই নয় ভারতে টেসলার ব্যবসা নিয়েও বেশ আশাবাদী ছিলেন তিনি। এবার তার সঙ্গেই সৌরশক্তিতে বিনিয়োগের কথাও প্রকাশ করলেন।
নরেন্দ্র মোদীর তিন দিনের আমেরিকা সফরের দ্বিতীয় দিনও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচী। তাদের মধ্যে উল্লেখযোগ্য আগামিকাল অর্থাৎ ২২শে জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী আলোচনায় বসার কথা রয়েছে বলে সূত্রের খবর।