ভারতের মতো একটি বৈচিত্র্যপূর্ণ দেশে অনেক বিরল প্রজাতির বন্য প্রাণীর বসবাস । কিন্তু সময়ের কালে কিংবা সংরক্ষণের অভাবে অনেক প্রজাতিরই বিলুপ্তি ঘটেছে তার মধ্যে অন্যতম হল চিতাবাঘ । তাই ভারতে চিতাবাঘের বংশবৃদ্ধি ও সংরক্ষণের উদ্দেশ্য ১৭ই সেপ্টেম্বর নামিবিয়ার জাতীয় উদ্যান থেকে ৮টি চিতাবাঘকে ভারতে আনা হবে।
শেষ ১৯৫০ সালে ভারতে চিতা দেখা গিয়েছিল এবার ফের ভারতে দেখা যাবে চিতাবাঘ। ভারতের মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে সংরক্ষণ করা হবে এই চিতাগুলিকে। তার জন্য এই জাতীয় উদ্যানে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষের মুখে। চিতা সংরক্ষণের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহন করা উচিৎ সেই সব ব্যবস্থাই করা হয়েছে এই জাতীয় উদ্যানে।
এই চিতাগুলিকে ভারতে নিয়ে আসার জন্য বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়েছে। ভারত থেকে বি৭৪৭ জাম্বো জেট পাঠানো হয়েছে চিতা গুলিকে আনতে। বিশেষ ভাবে পরিবর্তন এবং বিমানের সামনের অংশটি সাজানো হয়েছে এই চিতাবাঘের মুখের আদলে।
প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে প্রথম দফায় ৮টি চিতা আনা হচ্ছে এবং পরবর্তীতে আগামী পাঁচ বছরে ধাপে ধাপে আরও ৫০ টি চিতাকে ভারতে নিয়ে আসার পরিকল্পনা চলছে।