নাম নির্বাচন মৌলিক অধিকার; রায় দিল এলাহাবাদ হাইকোর্ট
নিজের পরিচয়, ব্যাক্তিত্ব নির্ভর করে নিজের নামের উপর, এবার সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন নিজেরাই।নাম বদলের বিষয়টি প্রত্যেক ব্যক্তির সাংবিধানিক অধিকার তাই এক ব্যক্তির নামবদল সংক্রান্ত মামলায় রায় দিল এলাহাবাদ হাই কোর্ট।
বছর কয়েক আগে শাহনওয়াজ নামক এক ব্যক্তি ওনার নাম পরিবর্তন করেন এবং নাম দেন মহম্মদ সমীর রাও। প্রসঙ্গ ওনার বোর্ডের পরীক্ষার সার্টিফিকেটের (Certificate) নাম পরিবর্তনের জন্য আবেদন করেন।কিন্তু উত্তরপ্রদেশ শিক্ষা দপ্তর সেই আবেদন খারিজ করে দেন।তারপরই ওই মহম্মদ সমীর রাও নামক ব্যক্তিটির আগমন হয় কোর্টে।
সূত্রের খবর, মহম্মদ সমীর রাও তিনি ২০২০ সালের অক্টোবর মাসেই নিজের নাম পরিবর্তন করেন এবং সেটা পুরোটাই আইনি মতে।কিন্তু ওনার বক্তব্য ওনার বোর্ড পরিক্ষার সার্টিফিকেটে নাম পরিবর্তনের কিন্তু তাতে নারাজ শিক্ষা কেন্দ্র।এই কারণেই তিনি কেস ফাইল করেন এলাহাবাদ হাই কোর্টে।
এই কেসের স্বপক্ষে জোড়ালো যুক্তি খাড়া করেন শিক্ষা কেন্দ্র।তাদের বক্তব্য অনুযায়ী বোর্ড পরিক্ষা পাশ করার তিন বছরের মধ্যেই নাম পরিবর্তন করা যায়।তার থেকে বেশি অর্থাৎ সাত বছর পর কেউ নাম পরিবর্তন করে সার্টিফিকেট পরিবর্তন করতে চাইলে তা সম্ভবপর নয় বলে জানিয়েছেন এই কেন্দ্র। তবে এই যুক্তিতে সহমত নন এলাহাবাদ হাইকোর্ট এমনই জানা গেছে।
এলাহাবাদ হাইকোর্ট – এর বিচারপতির আদেশ এরম ধরনের অজুহাতের কোনো মানেই হয়না।নাম পরিবর্তন করা নিজের ব্যাক্তিগত কাজ।এতে শিক্ষা কেন্দ্র কোনো রকম ভাবেই বাধা দিতে পারে না।তাই যতসম্ভব নাম পরিবর্তন করিয়ে দেওয়ার আদেশ দেন এলাহাবাদ হাইকোর্ট।