আমেরিকায় টেক্সাসে শহরে প্রায় ৩৫০০ একর জমি নিয়ে নিজের শহর বানাতে চলেছেন ইলন মাস্ক। শহরের নাম হতে পারে ‘স্নেইলব্রুক’। বর্তমান প্রায় সব সময়ই নানন সংবাদের শিরোনামে থাকেন ইলন মাস্ক। এবার নিজের শহর বানাতে চলেছেন টুইটারের প্রধান এমনটিই জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল। টেক্সাসের শহর অস্টিনের কাছে ইতিমধ্যেই জমি কিনে নিয়েছেন তিনি।শহর তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে জনাগিয়েছে।তবে মাস্কের শহরে সাধারণ মানুষ থাকতে পারবেনা সেই শহরে কেবলমাত্র ইলন মাস্কের সংস্থার কর্মীরা থাকবেন এবং কাজ করবেন এমন টাই জানা গিয়েছে ওয়ালস্ট্রিট জার্নালের একটি রিপোর্টের মাধ্যমে। ওই রিপোর্ট অনুযায়ী আপাতত ওই জমিতে শহর গড়ার জন্য যে সমস্ত সরকারি অনুমোদনের প্রয়োজন, সেগুলি সম্পূর্ণ করার চেষ্টা চলছে। প্রায় ৩৫০০ একর জমিতে মোট ১০০ টি বাড়ি করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে এছাড়াও খেলার জায়গা, সুইমিং পুলের মতো বিভিন্ন বিলাসবহুল জীবনধারণের ব্যবস্থা করা হবে এবং একটি শহরের প্রয়োজনীয় সবরকম সুবিধাও থাকবে সেখানে।