images

Source anandabazar

নিপা ভাইরাসের মৃত্যু কেরালার দুই বাসিন্দা:

Post Score: 2.6/5
Topic & Research
2.6/5
Creativity & Uniqueness
2.4/5
Timeliness & Social Impact
2.7/5

কেরলের কোঝিকোড় জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। এবং জানা গেছে চার ব্যক্তি চিকিৎসাধীন এই ব্যক্তিরা নিপা ভাই ভাইরাস সংস্পর্শে এসেছিল তাই তাদের দেহে এই উপসর্গগুলি দেখা দিয়েছিল। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মানবদেহের পাশাপাশি পশুপাখিদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে নিপা ভাইরাস। ফলাহারী বাদুড় বা ‘ফ্রুট ব্যাটস’-এর মাধ্যমে মূলত এর সংক্রমণ ঘটে। আক্রান্তদের মধ্যে সাধারণত জ্বর, পেশির ব্যথা, মাথাধরা, ঝিমুনি এবং বমি বমি ভাবের উপসর্গ দেখা দেয়।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ কোঝিকোড়ের পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ২০১৮ সাল এবং ২০২১ সালে নিপা ভাইরাসে কোঝিকোড়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল।নজরদারির অধীনে থাকা এলাকাগুলি হল কোঝিকোড জেলার পূর্বাঞ্চলের আয়ানচেরি এবং মারুথনকারা গ্রাম পঞ্চায়েত। যেখানে স্বাস্থ্য ও পঞ্চায়েত বিভাগ ইতিমধ্যে নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে। দুটি গ্রামই চাঙ্গারোথ পঞ্চায়েত থেকে ১৫ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। সেখানে ২০১৮ সালেই নিপার প্রাদুর্ভাবের কথা জানানো হয়েছিল। এই অঞ্চলে ঘন গাছপালা এবং কাছাকাছি বন রয়েছে। ২০২১ সালে, চাঙ্গারোথ থেকে ৫০ কিলোমিটার দূরে চাথামঙ্গলমে একটি সংক্রমণের রিপোর্টও হয়েছিল।

এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার তিনি বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্কতামূলক ব্যবস্থাগুলি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের মতোই এই ভাইরাস রুখতে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োগ করতে বলা

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request