Ujjwal Adhikari 96035562

মুখে হাসি নিমতার উজ্জ্বলের মুখে । Image: Eisamay

নিমতার উজ্জ্লের , সাফল্যের ছোয়া নাসার আকাশে

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

ছোট্ট ছেলেটির ছোটো থেকেই স্বপ্ন ছিলো আকাশ ছোয়ার। সেই স্বপ্নের দিকেই একটু একটু করে এগিয়ে গেছে , লক্ষ স্থির রেখে ।
অবশেষে সাফল্যের দেখা, নাসার সিটিজেন সায়েনটিস্ট স্বীকৃতি পেলেন নিমতার উজ্জ্বল অধিকারী । উজ্জ্বলের প্রতিভার দরুন তার ঝুলিতে ইতিমধ্যেই এসে পড়েছে ভারতভূষণ সম্মান, ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কার , রাষ্ট্রীয় রত্ন পুরস্কার । উজ্জ্বলের শুরুটা তবে এখানে হয়নি , ২০২১ সালে বিশ্বরেকর্ড করেছিলেন এরস্পেস ইঞ্জিনিয়ার হিসাবে । ভারতে একমাত্র তিনি পেয়েছেন সংস্লিষ্ট সম্মান । উজ্জ্বলের পরিবার তাদের ছেলের এই সাফল্য দেশের গর্ব বলে মনে করছে । ছোট বেলা থেকেই চাঁদ তারার প্রতি উজ্জ্বলের এক আলাদা রকমের ভালোবাসা , সেই ভালোবাসার জোরেই আজকে তার এই সাফল্য । প্রতি বছরই নাসায় আবেদন করা যায় বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা জানানোর জন্য সেই খবর পেই নিমতার উজ্জ্বল নিজের জন্য আবেদন করেছিল তারপরেই সেই আবেদনে সারা দেয় নাসা। উজ্জ্বল এখন কাজের সূত্রে বেঙ্গালোরে এ থাকেন। বর্তমানে উজ্জ্বল বিমানের নকশা তৈরির কাজ করেন । সাহিত্যের দিকেও বেশ ঝোক আছে উজ্জ্বলের । সেরা ১০০ ভারতীয় লেখকদের তালিকায় নিমতার উজ্জ্বলের নাম খোদিত । শখের সাহিত্যিক হয়েও উজ্জ্বল , ইতালির পেনেরোমা সাহিত্য সম্মেলনে করলেন ভারতের প্রতিনিধিত্ব । এরম ভাবেই এগোতে থাকলে ভবিষ্যতে উজ্জ্বলের ভবিষ্যৎ উজ্জ্বলকিত ।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request