পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হল রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড, দেশটির পতাকা উড়ছে ন্যাটোর সদর দপ্তরে, ন্যাটোতে যোগদানের পরই “পাল্টা ব্যবস্থা” নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১,৩৪০ কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো রাশিয়ার ভূগর্ভের আরও কাছে চলে এলো ন্যাটো বাহিনী।
তাই ফিনল্যান্ডের উপর পাল্টা পদক্ষেপ নিয়েছে রাশিয়া।
ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্ত এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের জোটের সদস্য পদ সম্পর্কিত দলিল এবং নথি হাতে তুলে দেওয়ার বিনিময়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হয়েছে।
এছাড়াও ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন ফিনল্যান্ডকে সাহায্যর জন্য আবেদন না করা পর্যন্ত নডীর্ক দেশটিতে জোটের কোন সেনা পাঠানো হবে না।
কোন দেশ ন্যাটোর সদস্য হলে সেই জোটকে আর্টিকেল ৫ অনুযায়ী সুরক্ষা করা হবে।
ক্রেমলিন বলেছে, ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এই পদক্ষেপে ইউক্রেনে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বেড়েছে।
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী ১১টি দেশ নিয়ে গঠিত হয় সামরিক জোট ন্যাটো। এই জোটের মূল লক্ষ্য ছিল- যুক্তরাষ্ট্র ও ইউরোপের শিল্পোন্নত দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকানো।কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেই জোট বিলুপ্ত হয়ে যায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন ন্যাটো ফিনল্যান্ড এর অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠালে মস্কো হাত গুটিয়ে বসে থাকবে না ফিরলেন সীমান্তের কাছে তারাও সেনাশক্তি বাড়াবে।