ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুললো রাশিয়া। সম্প্রতি নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৭ তম অধিবেশনে ভারতকে নিরাপত্তা পরিষদের ‘যোগ্য দাবিদার’ হিসাবে উল্লেখ্য করেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুধুমাত্র ভারতই নয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের বিষয়ে ব্রাজিলকে নিয়েও সরব হয়েছে রাশিয়া।
এদিনের অধিবেশনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কিছুক্ষণ আগে বক্তৃতা দিতে ওঠেন রুশ বিদেশমন্ত্রী। সেখানেই তিনি ভারত ও ব্রাজিলকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি তোলেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে আরও বেশি গণতান্ত্রিক করা লাভজনক হবে। তিনি আরও জানান যে, ভারত ও ব্রাজিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই তার মতে এই দুই দেশ বর্তমানে নিরাপত্তা পরিষদের যোগ্য দাবিদার।
এই অধিবেশনের পর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ভারত এবং ব্রাজিলকেই দাবিদার মনে করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, ল্যাভরত জানান, আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দেওয়ার বিষয়ে ভারত এবং ব্রাজিল বেশি শক্তিশালী দাবিদার। এছাড়া ব্রাজিল এবং ভারত অনেক দিন ধরেই আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছে। তাই এবিষয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া।