সোমবার থেকেই বন্ধ হয়ে গেল হাওড়ার ভারত জুট মিল, সেইদিন সকালে কর্মীরা কাজে এসে দেখেন ভিতরে থাকা প্রতিটি যন্ত্রপাতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর থেকেই কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, নোটিস ছাড়াই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাংলা নববর্ষের একেবারে মুখেই কাজ হারায় প্রায় ৬০০ শ্রমিক।
কয়েকদিন আগে গভীর রাতে কারখানার দখল নিতে গেলে কর্মচারী ও মালিকপক্ষের লোকজনদের মধ্যে হাতাহাতি হয়, পরে পুলিশ এসে সেই পরিস্থিতি সামাল দেয়। ওই দিন সকাল ৬টায় শ্রমিকরা এসে দেখেন যে ভিতরে থাকা সমস্ত যন্ত্রপাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কারখানাতে কোন পাট নেই। গত শনিবার তারা এই কারখানায় শেষ কাজ করেন কর্মীরা। এরপর তারা শুরু করেন অবস্থান বিক্ষোভ।
বাপ্পা অধিকারী নামে এক শ্রমিকের দাবি, “শনিবার কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের বৈঠক ডেকে ঘোষণা করেছে যে আর্থিক সমস্যার কারণে কারখানাটি আগামী সপ্তাহের জন্য বন্ধ থাকবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, কোনো নোটিস ছাড়া কারখানা বন্ধ করা যাবে না।” এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কেন কারখানা বন্ধ করে দেওয়া হল তা আপাতত জানা যায়নি।