আজকাল প্রায়ই রোজই বহুমানুষ পথ দুর্ঘটনায় তাদের প্রাণ হারাচ্ছে
সাধারণ মানুষের দুর্ঘটনা এড়াতে ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিগত ১৪ই নভেম্বর আমাদের দেশে সমস্ত* *বাণিজ্যিক গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকার ডিভাইস বা এমারজেন্সি বাটন লাগানোর নির্দেশ জারি করেছে পরিবহণ মন্ত্রক।
সেই নির্দেশ অনুযায়ী বলা হয়েছিল আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এই নির্দেশ মেনে গাড়িতে ইমারজেন্সি বাটন বসাতে হবে। যদিও সেই নির্দেশের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১শে মার্চ পর্যন্ত করা হয় এমনটাই পরিবহন সূত্রের খবর
পরিবহন মন্ত্রকের এই নির্দেশ জারি করার পূর্বে একবার মালিক সংগঠনের সাথে আলোচনা করা উচিত ছিল এমনটাই বলা হচ্ছে মালিক পক্ষ থেকে। এই কারণে মালিকপক্ষ নানা সমস্যার সম্মুখীন হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো যে এই যন্ত্রটির দাম কত হবে বা এই যন্ত্রটি গাড়িতে বসানোর পর খরচ কে দেবে। এছাড়াও যদি যন্ত্রটির কোনরকম কোন ত্রুটি দেখা যায় তাহলে এর খরচ কে দেবে। এছাড়াও যন্ত্রটি বসানোর পরে যদি কোন ত্রুটি দেখা যায় তাহলে এর মেরামতি করার খরচ কে দেবে। নির্দেশ অনুসারে জানা যাচ্ছে ২০১৯র গাড়িগুলি নির্মাণকারী সংস্থা থেকে এই যন্ত্র লাগিয়ে দেবে। সে ক্ষেত্রে ২০১৯ এর পরের কোনও গাড়িতে যদি নির্মাণকারী সংস্থা যন্ত্র না বসানো হয় তাহলেই বা কি হবে।
ভিএলটিডি সম্পর্কিত নানা সমস্যার সমাধান করতে অ্যাপ ক্যাব মালিকদের অধিকাংশ মালিক লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন পরিবহণ মন্ত্রী তথা স্নেহাশীষ চক্রবর্তীকে।