ঘরের মাঠে হার পর্তুগালের, ম্যাচটি ড্র করতে পারলেই নেশনস লিগের সেমিফাইনালে পৌঁছেজেত ফার্নান্দো সান্তোসের দল পর্তুগাল। ম্যাচের অন্তিম মুহূর্তে স্পেনের হয়ে গোল দিয়ে পর্তুগালের স্বপ্নভঙ্গ করে দেয় আলভারো মোরাতা। পর্তুগালকে ১ গোল হারালো স্পেন।
UEFA NATIONS LEAGUE এর অন্তিম চারে জায়গা করেনিল স্পেন। ম্যাচের ৮৮ মিটিনে গোল দিয়ে স্পেন কে ১ গোল এগিয়ে নিয়ে যায় মোরাতা, ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হওয়ার কারণে ম্যাচে ফিরে আসার সময় ছিলনা পর্তুগালের কাছে। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল দিতে ব্যর্থ হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুরু থেকেই ম্যাচে দখল ছিলো স্পেনের। ম্যাচের দ্বিতীয় পর্বে ম্যাচের বলের ওপর নিয়ন্ত্রন আরো বাড়ে স্পেনের।
স্পেন ও পর্তুগাল এর এই ম্যাচের পরিসংখ্যান দেখলে দেখা যায় ম্যাচে ম্যাচে বল পজিশনে এগিয়ে স্পেন (৬৮%)। এই ম্যাচে পর্তুগাল গলের উদ্দেশ্যে শট নিয়েছিল ৯ টি যার মধ্যে ৪টি ছিলো টার্গেটে ও স্পেন শট নিয়েছিল ১০ টি যার মধ্যে ৫ টি ছিলো টার্গেটে। গোটা ম্যাচে ১৫টি ফাউল করেছে পর্তুগাল ও স্পেন ফাউল করেছে ১৪টি। সেমিফাইনল জিতে ফাইনালে উঠতে পারবে কি স্পেন?