পৃথিবীতে এমন অনেক সামুদ্রিক প্রাণী আছে যেগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেরকমই এক সামুদ্রিক প্রাণী পর্তুগালে দক্ষিণ এ বাস করছে আর এই প্রাণীটির সিহর্স নামে পরিচিত। হাজার হাজার বছর ধরে সমুদ্রের প্রাণী হিসেবে শ্রী হর্স মানুষকে মন্ত্রমুগ্ধ করে আসছে।
পর্তুগালের দক্ষিণে ফারোয়া সামুদ্রিক গবেষণা কেন্দ্রের জীব বিজ্ঞানী সর্স পালমারও ১৫ বছর ধরে এই প্রাণীটিকে বিশেষ গুরুত্ব দিয়ে গবেষণা চালাচ্ছেন ।এই গবেষণা কেন্দ্রটি রিয়া ফর্মশা নামের উপহৃদের সংরক্ষিত এলাকার মাঝে অবস্থিত। তিনি বলেন সেখানে না না প্রজাতির সি হর্স বসবাস করে এত ভিন্ন প্রজাতির সিহর্স বিজ্ঞানীরা অন্য কোথাও খুঁজে পায়নি। গবেষকদের অনুমান অনুযায়ী শ্রী হর্স লেগুনে 12 লাখ প্রাণী ছিল 3-4 বছর আগেও সেটি দেড় লাখে নেমে যায় এটা সত্যি অস্বাভাবিক হ্রাস বলা যেতে পারে।
এছাড়াও এমন অনেক বেআইনি জেলেরা আছে যারা এখানে এসে ট্রলার বসিয়ে সি হর্সের প্রচুর পরিমাণে ক্ষতি করছে। এই ঘটনাটি একবার নয় বারবার সামুদ্রিক প্রাণীদের ওপর ঘটে চলেছে ।এর ফলে পরিবেশ ও ধ্বংস হচ্ছে। তবে পেশাদারী জেলেদের নিয়ে কোন সমস্যা নেই।এই কারণে শর্শ পালমা তাঁর সি-হর্স প্রজনন প্রক্রিয়ার জন্য খাদ্য হিসেবে ক্ষুদ্র চিংড়ির খোঁজ করছেন৷ তিনি বিকল্পের সন্ধান করছেন। তিনি কৃত্রিম সামুদ্রিক শৈবাল নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন৷ লেগুনের মধ্যে সিগনালের প্রণালী গড়ে তুলতে তাঁরা অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন৷ কারণ এই প্রাণী এখান থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেলে সেটি গোটা সামুদ্রিক প্রাণী সুরক্ষার ক্ষেত্রে বিশাল বিপর্যয় ঘটবে।