ফের নতুন সিনেমা নিয়ে হাজির পরিণীতি চোপড়া, এবার হার্ডি সিন্ধুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আসন্ন সিনেমা ‘কোড নেম তিরঙ্গা’ – এ। অ্যাকশন থ্রিলার এই ছবিটির পরিচালক রিভু দাশগুপ্ত।
সোমবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘কোড নেম তিরঙ্গা’ এর প্রথম ঝলক শেয়ার করেছেন। আর মুহূর্তের মধ্যেই দর্শক মহলে আলোড়ণ সৃষ্টি করেছে পোস্টারটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরিণীতি এবং হার্ডি সিন্ধু এছাড়াও সঙ্গে রয়েছেন শরদ কেলকার, রজত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য, শিশির শর্মা, সব্যসাচী চক্রবর্তী এবং দেশ মারিওয়ালা। আগামী 14 ই অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘কোড নেম তিরঙ্গা’। পরিচালক রিভু দাশগুপ্ত বলেছেন “আমি আমার পরবর্তী ছবির নাম ‘কোড নেম তিরঙ্গা’ ঘোষণা করতে পেরে আনন্দিত। আমি আশা করি দর্শকরা এই ‘অ্যাকশন এন্টারটেইনার’-টি উপভোগ করবেন।” তিনি সাথে বলেছেন, দেশের জন্য একজন সৈনিকের আত্মত্যাগের কাহিনীকে ফুটিয়ে তোলাই তাঁর সিনেমার লক্ষ্য।
এখন একের পর এক ছবিতে অভিনয় করতে চলেছে পরিণীতি। এই বছরের শেষে ১৪ ই নভেম্বর মুক্তি পেতে চলেছে পরিণীতির ‘উঁচাই’। এছাড়াও কাজ করবেন অক্ষয় কুমারের সঙ্গে পূজা এন্টারটেইনমেন্টের একটি নতুন প্রকল্পে।