বাংলায় প্রবাদ আছে “রাখে হরি মারে কে “! সম্প্রতি মুম্বাইয়ের এক ঘটনায় সে কথা স্পষ্ট হয়ে উঠলো | পাঁচতলার প্যাসেজ থেকে পড়েও ৪বছরের শিশুকন্যা প্রাণে রক্ষা পেল | ঘটনার সময় নিচের তলার বাসিন্দা যুবক ঘরের বাইরে বসেছিলেন তার হাতের ওপরেই এসে পড়ে সেই শিশুকন্যা | অল্প চোট ছাড়া র অন্য কোনো ক্ষতি হয়নি | এই ঘটনা জেনে সারা নেটদুনিয়ায় হৈচৈ পড়ে যায় |
১০ই জুন শনিবার মুম্বাইয়ের ভিরার এলাকার জীবদানি আবাসনের ঘটনা | বেশ কিছুদিন ধরেই ওই আবাসনে মেরামতির কাজ চলছে | তার জন্যই আবাসনের পাঁচতলার প্যাসেজের রেলিং খুলে ফেলা হয়েছিল এবং তার বদলে সেখানে অস্থায়ীভাবে প্লাস্টিক লাগানো হয়েছিল। রাত ৯টা নাগাত সেই ছোট ৪বছরের শিশু দেবাষী সাহানি মা- বাবার চোখ এড়িয়ে পাঁচতলার প্যাসেজ দিয়ে যাচ্ছিলো ঠিক তখন ই তার পা পিছলে যায় | সে সেখান থেকে নিচে পড়ে যায় | কিন্তু ভাগ্যের জোরে ঠিক সেই সময় নিচের তলায় নিজের ঘরের বাইরে বসেছিলেন শিবকুমার জয়সওয়াল| সরাসরি তাঁর হাতের উপরে এসে পড়ে সেই ছোট শিশুটি |
তবে শিশুটি তার হাতের ওপরে আচমকা এসে পড়ায় সে শিশুটিকে ঠিক ভাবে ধরতে পারে না | হাতে পড়ার পর ই সে নিচে পড়ে যায় | উঁচু জায়গা থেকে পড়ে যাবার কারণে কপালে চোট পায় দেবাষী | ঘটনাটি ঘটার সাথে সাথেই দেবাষীর পরিবারকে খবর দেওয়া হয় | তখন ই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে | সেখানে তার কপালের চোটে ৮টি সেলাই পড়ে এছাড়া আর শরীরে কোনো ক্ষতি হয়নি তার | প্রাণে বেঁচে গিয়েছে | শিবকুমার অর্থাৎ সেই যুবকটি ও অল্প আহত হয়েছে | মেরামতের কাজে গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কন্ট্রাক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।