পাকিস্তানকে সামরিক সাহায্য করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে, সেই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শংকর কড়া সুরে বলেন,’যে দেশের বিরুদ্ধে একাধিক জঙ্গী হামলার অভিযোগ রয়েছে, সেই দেশকে ঠিক কোন যুক্তিতে সাহায্য করছে আমেরিকা?’ এর আগে আফগান, তালিবান এবং হাক্কানি নেটওয়ার্ককে নিরাপদ আশ্রয় প্রদানের অভিযোগে ইসালামবাদকে সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল পূববর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু চলতি মাসের শুরুর দিকে পূর্ববতী সরকারের সিদ্ধান্ত প্রত্যাহর করে নেয় বাইডেন প্রশাসন।
যদিও বাইডেন সরকার বিষয়টাকে জটিল করে দেখতে নারাজ। ভারতের বিদেশমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আমেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বলেন,’আমেরিকার কাছে দুই দেশের গুরুত্ব আলাদা। ভারতের সঙ্গে মার্কিন মুলুকের বন্ধুত্ব আজ নতুন নয়। সেটা অটুটও থাকবে। কিন্তু, সেই বন্ধুত্বের খাতিরে অন্য একটি দেশকে সাহায্যের হাত থেকে বঞ্চিত করতে পারি না আমরা। সব দেশেরই গুরুত্ব রয়েছে।’
আমেরিকার এই বিবৃতিকে একেবারেই ভালো চোখে দেখছে না মোদী সরকার। বিদেশমন্ত্রীর কড়া বার্তা,’আপনারা আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না। আমেরিকা বলছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে এফ-১৬ যুদ্ধ বিমান ব্যবহার করবে পাকিস্তান।’
এখন প্রশ্ন হচ্ছে, চায়নার সঙ্গে একটা চোরা সঙ্ঘাতের পরেই কি মার্কিন যুক্তরাষ্ট্রের কুটনৈতিক চাল এইটি? নাকি অন্য কিছু? এস জয়শংকরের পাল্টা উক্তিতে যদিও এখনও কোন মন্তব্য ভেসে আসেনি সমুদ্র পারের রাজ্য থেকে।