পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এবার অনাস্থার প্রস্তাব পাকিস্তানের জাতীয় সংসদে। প্রধানমন্ত্রীর উপর আর আস্থা নেই জানিয়ে পুনর্নির্বাচনের দাবি করেছে বিরোধী দল। বিরোধী দলের মধ্যে ‘পাকিস্তান পিপলস পার্টি’ এবং তাদের সাথে জোট করেছে ‘মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান’ (MQMP), যারা অতীতে ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ এর সাথে জোট করে ইমরান খানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন।’
‘এমকিউএমপি'(MQMP) বিরোধীদের দলের সাথে জোট করায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এতেও তিনি দমে যাননি। পাকিস্তানের জাতীয় সংসদে এই অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার পূর্বে তিনি একটি শক্তিশালী বার্তা দেন পাকিস্তানের জনসাধারণের কাছে। তিনি তার ট্যুইটারের মাধ্যমে জানান “আজ আমরা সত্য ও দেশাত্মবোধের পক্ষে লড়াই করছি আর বিরোধীরা মিথ্যা ও দেশদ্রোহের পক্ষে।
উল্লেখ্য বিরোধী দলের দাবি প্রধানমন্ত্রী ইমরান খান দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, পাকিস্তানকে বিভক্ত করে দিচ্ছেন। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, দেশের অর্থনীতি, বিদেশনীতি কোনটাই ইমরান খান সামাল দিতে পারছেন।
এদিন সংসদের বাইরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুরো ইসলামাবাদ জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিন ইমরান খান তার সাংসদদের জাতীয় সংসদে উপস্থিত থাকার পাশাপাশি ভোট প্রদানে অংশগ্রহণ করারও নির্দেশ দেন।