পাকিস্তান প্রস্তাবিত হাইব্রিড মডেল বিসিসিআই এর তরফে নাকচ করায় এশিয়া কাপ সরছে শ্রীলংকায়। সূত্র মারফত , এশিয়ান ক্রিকেট কাউন্সিল আইপিএল ফাইনালের পর এশিয়া কাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছিল।যদিও সরকারিভাবে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি তবুও একাধিক সংবাদ মধ্যমের সূত্র মারফত জানা গিয়েছে এশিয়া কাপ আয়োজক দেশ হিসাবে শ্রীলংকাকে বেছে নিয়েছে এসিসি ।
ভারত সরকারের নির্দেশে বিসিসিআই পাকিস্তানে দল পাঠাবে না জানালে , পাকিস্তানের তরফে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয় যাতে ভারতের ম্যাচ গুলি নিরপেক্ষ কেন্দ্রতে আয়োজন করা যায় ।পাকিস্তানের প্রস্তাবিত এই হাইব্রিড মডেল একবাক্যে খারিজ করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। কয়েকটি ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে খেলা হবে, এই বিষয়টি একেবারেই মেনে নেওয়া যায় না বলেই দাবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের।
বিসিসিআই – এর তরফে জানানো হয় শ্রীলঙ্কাতে আয়োজন করলে কোনো দেশেরই সমস্যা হবে না এবং শ্রীলঙ্কা খুব অল্প সময়ের নোটিশে এই দায়িত্ব নিতে প্রস্তুত বলেও জানা যায়। শ্রীলংকায় গিয়ে খেলতে রাজি হয় এশিয়ার সব দলই। একমাত্র আপত্তি ছিল পাকিস্তানের । তাই ভারত-সহ চারটি দেশ শ্রীলঙ্কায় খেলতে রাজি হওয়ার ফলে এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে দ্বীপরাষ্ট্রের নাম প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।
পাকিস্তান চাইলে শ্রীলংকায় গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতেই পারে বলে জানা গিয়েছে । কিন্তু পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে , এশিয়া কাপ আয়োজন করতে না পারলে তারা এই টুর্নামেন্ট খেলবে না এবং এশিয়া কাপ আয়োজন করতে না পারার কারণে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও প্রবল ।