রবিবার ইঞ্জিনে ৩২০ বিমানে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে ক্রু সদস্য ছাড়া ১৫০ জন যাত্রী ছিলেন জন যাত্রী ছিলেন। সুরাট বিমানবন্দর থেকে দিল্লির পথে যাচ্ছিল বিমানটি। সুরাট বিমানবন্দর থেকে বেশ কিছু যাওয়ার পর হঠাৎই, বিমানের সঙ্গে পাখির সজরে ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয় বিমানটি।
প্রসঙ্গত, ডিরেক্টরেট জেনেরাল অব সিভিল অ্যাভিয়েশন-এর তরফে সরেজমিনে তদন্ত করে দেখা গিয়েছে যে, বিমানের দুই নম্বর ইঞ্জিনটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইঞ্জিনের ফ্যান ব্লেডগুলি কিছু জায়গায় ভেঙেও গিয়েছে। তাই ব্লেডগুলি মেরামতের বন্দোবস্ত করা হচ্ছে।
অপরদিকে, শনিবারও এক দিল্লিগামী বিমান কোচিন বিমানবন্দর থেকে উড়ান শুরু করার কয়েক মুহূর্ত পরেই তা আবার ঘুরিয়ে ভোপাল বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানে এক যাত্রীর হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায়, জরুরি চিকিৎসার জন্য দিল্লি না গিয়ে মাঝপথে ভোপাল বিমানবন্দরে ইন্ডিগো ৬ই ২৪০৭ বিমানটি নামানো হয়।