সীমান্তে নজরদারির জন্য এবার নতুন প্রযুক্তি ব্যবহার। এই প্রযুক্তি সীমান্তে অতি দ্রুত ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিএফএসআইজি।এটি শুধুমাত্র স্থলজভাগে নয়, জল ভাগেও এর ব্যবহার করা হবে ।
পাচার সম্পর্কে প্রত্যেকবারই বিএসএফকে অনেক সমালোচনা সম্মুখীন হতে হয় কিন্তু চলতি বছরের বিএসএফের তরফ থেকে ১০৫.৯ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য ৫৫ কোটি টাকা। গরু পাচার থেকে শুরু করে মাদক সব ক্ষেত্রেই বিএসএফের কাছে বিষয়টা নিয়ে অভিযোগ ওঠে কিন্তু এই অভিযোগের জবাবে বিএসএফ দাবি করেছেন – সীমান্তে করাকরি নজর দারির ব্যবস্থা করা হয়েছে, ক্যামেরার পাশাপাশি কাঁটাতারেরও বদল ঘটানো হয়েছ, এগুলোতে মোর্চে ধরবেনা এবং সেটিকে কোনোভাবে কাটাও যাবে না।
আগামী দিনের পাচারকারীদের গতিবিধির রূখতে সীমান্ত এলাকায় গুলিতে বেশি করে নজরদারি বাড়ানো হবে ও সীমান্ত রক্ষী বাহিনীদের আরো বেশি উন্নত করে তোলা হবে বলে জানিয়েছেন বিএসএফ আইজি।