বলিউড আবারও আচ্ছন্ন শোকের ছায়ায়। মাত্র ৬৬ বছর বয়সেই থামল হাসির রোল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দিওয়ানা মস্তানা র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়া র ক্যালেন্ডার প্রখ্যাত অভিনেতা এবং পরিচালক সতীশ কৌশিক।
মূলত কমেডি র চরিত্র করেই দর্শকদের মন জয় করেন তিনি। বলিউডে চিত্রনাট্যকার হিসাবেও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন থিয়েটারের সাথেও যুক্ত ছিলেন এই অভিনেতা। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত মিস্টার ইন্ডিয়া ছবির দৌলতে তিনি দর্শকমহলে সুপরিচিত ছিলেন। সেই থেকেই দর্শকমহলে তাঁর অবাধ বিচরণ। ১৮৮০ সালে রাম লক্ষণ এবং ১৯৯৭ সালে সাজন চলে সাসুরাল ছবির জন্য সেরা ফিল্মফেয়ার কমেডিয়ান পুরস্কার পান তিনি।
বৃহস্পতিবার ভোর রাতেই তাঁর মৃত্যু সংবাদ পাওয়া যায়।বুধবার জাভেদ আখতার এর বাড়িতে হোলির অনুষ্ঠানেও বেশ হাসিখুশি ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মৃত্যু সংবাদ দেন তাঁর বন্ধু অনুপম খের। অনুপম খেরের টুইট অনুযায়ী হার্ট অ্যাটাকের কারণেই জীবনাবসান সতীশ কৌশিক এর।
বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ অনুপম খের। সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “আমি জানি মৃত্যুই এই দুনিয়ায় সবচেয়ে বড় সত্য। কিন্তু, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার প্রিয় বন্ধু সতীশ কৌশিকের জন্য এ কথা আমায় লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে আচমকাই ফুল স্টপ পড়ে গেল। সতীশ তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না। ওম শান্তি।”