সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি হাতির ভিডিও, পার্কিং লটে সে তার খেলনা নিয়ে খেলতে মও। গুয়াহাটি শহরের একটি পার্কিং চত্বরে একটি চারচাকা গাড়ি নিয়ে খেলছে একটি বুনো হাতি।
ভিডিওটিতে দেখা গিয়েছে একটি কার পার্কিং চত্বরে নীল রঙের চাৱচাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেটিকে ঠেলে নিয়ে যাচ্ছে এক বুনো হাতি। ভিডিওটি দেখে নেটিজেনরা বিশাল মজা নিয়েছে। ঘটনাটি ঘটেছে গুয়াহাটি শহরে। অসমের কংগ্রেস বিধায়ক প্রদ্যুত বরদলুই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন। হাতিটি একটু মানব শিশুর মতো নীল গাড়িটিকে খেলনার মতো করে শুর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে, মহাআনন্দে খেলে বেড়াচ্ছে বুনো হাতিটি। ভিডিওটি শেয়ার করে বিধায়ক লেখেন “একটি শান্তিপূর্ণ সহাবস্থানের বাস্তব পাঠ” ।
হাতির অপর নাম মহাকাল। আর উত্তরবঙ্গে মহাকালের প্রতিপত্তি বেশ ভালই। বিধায়ক ভিডিওটি শেয়াৱ করে হাতি ও মানুষের সংঘর্ষ ও সম্পর্কের সমীকরণ তুলে ধরেন।