৩০ মে, মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি হয়েছে । সেই উপলক্ষ্যে নানান কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রিয় সরকার,যার মধ্যে উল্লেখযোগ্য করোনায় অনাথ হয়ে পড়া শিশুদের বৃত্তি এবং ‘পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’ -এ তাদের স্কলারশিপ দেওয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন পিএম কেয়ার স্কিমের অধীনে শিশুরা কি কি সুবিধা পেতে চলেছে ।এছাড়া এই অনুষ্ঠানে ‘পিএম কেয়ার ফল চিলড্রেন’-এর একটা করে পাসবই ও ‘আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র স্বাস্থ্যকার্ডও তুলে দেওয়া হয়েছে। এই স্কিমের উদ্দেশ্য হল করোনা অতিমারীতে বাবা-মাকে হারিয়েছে এমন শিশুদের সঠিক পদ্ধতিতে সর্বাধিক যত্ন এবং সুরক্ষা নিশ্চিত করা।২০২১ সালের ২৯ মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, যে- সমস্ত শিশুরা করোনা অতিমারীর কারণে তাদের বাবা-মা কে হারিয়েছে , তাদের সাহায্য করবে কেন্দ্রিয় সরকার, তাই কেন্দ্রিয় সরকার এই স্কিম শুরু করেছে। ২৩ বছর বয়স পর্যন্ত এই আর্থিক সহায়তা লাভ করার কথাও জানানো হয়েছে।
এই স্কিমের অধীনে কেউ যদি প্রফেশনাল কোর্স বা উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোনও নিতে চায় তাও দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী।প্রত্যেক মাসে তাদের ৪০০০ টাকা করে দেওয়া হবে যাতে তারা তাদের দৈনিক খরচ চালাতে পারে। এই স্কিমের অধীনে যে স্বাস্থ্য কার্ড শিশুদের দেওয়া হলে তাতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পেতে পারে তারা। কেন্দ্রিয় সরকার একটি অনলাইন পোর্টাল ও চালু করেছে শিশুদের নাম নথিভূক্ত করার জন্য ।