কলকাতায় পিতলের ১০০০ কেজির দুর্গা প্রতিমা ! শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। দুর্গা প্রতিমা হবে ভারী, তা বলে এত ওজন! এবারই প্রথম এত ভারী ধাতুকে ভালোভাবে গড়েপিটে দুর্গা প্রতিমার কাজ হল। আর এই অভূতপূর্ব ভাবনা পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রানা পরিবারের । পিতল দিয়ে দেবদেবীর মূর্তি গড়া তাদের পারিবারিক ব্যবসা। তবে দুর্গা মূর্তি এবারই প্রথম নির্মিত হল রানা পরিবারের তরফে, তাও আবার সেখানকার মহিলা পুরুষদের হাত ধরে। উত্তর কলকাতার মণ্ডপে পূজা করা হবে এই পিতলের দুর্গার।
বহু বছর আগে থেকেই পূর্ব মেদনীপুরের এই রানা পরিবার পিতলের বিভিন্ন ছোট মূর্তি, বাসনপত্র এবং আরো অনেক জিনিস তৈরি হত। এবছর কলকাতায় কারিগর রিন্টু পালকে পিতলের দুর্গামূর্তি গড়ার কথা বলা হলে তখন থেকেই শুরু হয় কাজ। প্রায় আড়াই মাস ধরে চলছে এই পিতলের মূর্তি বানানোর কাজ। রানা পরিবারে যে দুর্গা মূর্তিটি বানানো হয়েছে সেটি লম্বার প্রায় ৮ ফুটের কাছাকাছি এবং ওজন এক টন ১০০০ কিলোর কাছাকাছি।
পিতলের দুর্গা মূর্তি বানানোর কারিগর বিদ্যাবতী রানা জানিয়েছেন, যে তিনি অনেকদিন ধরেই এই কাজটি শিখেছেন। প্রায় আড়াই মাস লেগেছে এই মূর্তিটি পুরোপুরি তৈরি করতে। এতদিন ধরে সেই মূর্তিকে তিল তিল করে গড়ে তুলেছেন তিনি এবং আরও নিখুঁত করেছেন তার শৈল্পিক গুনে। আর সেই কাজ শেষে এসেছে বিদায়ের পালা। রানা পরিবারের এই দুর্গামূর্তি এবার কলকাতায় আসছে। শোভাবাজারের বেনিয়াটোলার একটি পুজোমণ্ডপে পুজো হবে এই পিতলের দূর্গা প্রতিমা। বিয়ের পর যেমন নিজের মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় যেমন অভিভাবকরা দুঃখে কাতর হয়ে পড়েন, তেমনই চোখে জল নিয়ে কন্যা বিদায়ের প্রহর গুনছেন রানা পরিবার।