1000110300

প্রয়াত আমুল গার্লের স্রষ্টা সিলভেস্টার দাকুনহা সূত্র:Google

পিতৃহারা আমূল গার্ল, শোকের ছায়া আমূল পরিবারের

Post Score: 4.0/5
Topic & Research
4.1/5
Creativity & Uniqueness
4/5
Timeliness & Social Impact
3.9/5

প্রয়াত আমুল গার্লের স্রষ্টা সিলভেস্টার দাকুনহা। মঙ্গলবার রাতে মুম্বইয়ে মৃত্যু হয়েছে বিজ্ঞাপন জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের। টুইট করে তার মৃত্যুর খবর জানান আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। আমূল পরিবারে শোকের ছায়া।

সাল ১৯৬৬ বিজ্ঞাপনে জন্য যখন একটা নিজস্ব ম্যাসকট বানানোর সিদ্ধান্ত নেয় আমূল।ম্যাসকট বানানোর দায়িত্ব দেওয়া হয় অ্যাডভাটাইজিং অ্যান্ড সেলস প্রোমোশন (এএসপি) নামের এক সংস্থাকে। আর তখনই আমুলের চেয়ারম্যানের পরামর্শে সিলভেস্টার ও ফার্নান্ডেজ আমুল গার্ল তৈরি করেন। রিবন বাঁধা নীল কালো চুল, সাদার উপরে লাল ছোপের ফ্রক পরিহিত এই বাচ্চা মেয়ে, আধো আধো গলায় বলছে ‘অটারলি বাটারলি ডিলিসিয়াস’। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর আর ফিরে তাকাতে হয়নি আমূল সংস্থাকে। ১৯৬৬ সাল থেকে আজ পর্যন্ত দেশের প্রতিটি ঘরের মেয়ে হয়ে উঠেছে আমূল গার্ল। আমুল গার্ল বিশ্বের সবচেয়ে লম্বা সময় ধরে চলা বিজ্ঞাপনগুলির মধ্যে একটি। এই আমুল গার্লকে সাধারণ মানুষ এতটাই পছন্দ করে ফেলেছে, যে আমুলের পরিচয় হয়ে উঠেছে ‘আমুল গার্ল’।

এদিন আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা টুইটারে সিলভেস্টারের মৃত্যু খবরের বিষয়ে টুইট করে লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে দাকুনহা কমিউনিকেশনসের চেয়ারম্যান সিলভেস্টার দাকুনহার মৃত্যু খবর জানাচ্ছি। ভারতের বিজ্ঞাপন জগতের মহীরূহ আমুলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ষাটের দশক থেকে। তাঁর বিয়োগে আমুল পরিবার শোকাহত।”

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request